রাজশাহীর পবায় সৎ ভাইদের হাতে হত্যা

রাজশাহীর পবায় সৎ ভাইদের হাতে হত্যা

রাজশাহীর পবায় সৎ ভাইদের হাতে হত্যা
রাজশাহীর পবায় সৎ ভাইদের হাতে হত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সৎ ভাইদের হাতে ইসমাইল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসমাইল রাজশাহীর পবা উপজেলার সারংপুর গ্রামের আবদুল বাকীর ছেলে।

ইসমাইলের সৎ ভাই সাফি (৩২), জোহর (২২) এবং জোহরের স্ত্রী রত্না খাতুনের (২০) বিরুদ্ধে ইসমাইলকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইসমাইলের মামা মো. কামরুজ্জামান এ দাবি করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাফি, জোহর ও রত্মা বাড়ির সামনে ইসমাইলের ওপর অতর্কিত হামলা করেন। তারা ইসমাইলের মাথায় হাসুয়ার কোপ দেয়া হয়। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান।

পবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল জানান, ইসমাইল এবং তাঁর সৎ ভাইদের বাড়ি পাশাপাশি। সৎ ভাইয়েরা বাড়িতে কেউ নেই। হত্যাকাণ্ডের বিষয়ে তিনি তদন্ত শুরু করেছেন।

তিনি আরও জানান, রামেকের মর্গে নিহত ইসমাইলের লাশের ময়নাতদন্ত করা হবে। এরপর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হবে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply