দর্শনায় আরএনবি সদস্যর বিরুদ্ধে গম চুরির অভিযোগ

দর্শনায় আরএনবি সদস্যর বিরুদ্ধে গম চুরির অভিযোগ

দর্শনায় আরএনবি সদস্যর বিরুদ্ধে গম চুরির অভিযোগ
দর্শনায় আরএনবি সদস্যর বিরুদ্ধে গম চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার: দর্শনা ইয়ার্ডে খাদ্য গুদামে গম চুরির অভিযোগ পাওয়া গেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যর বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে দ্বায়ীত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

গত (৪ মে) রাতে দর্শনার ইয়ার্ডের খাদ্য গুদামে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটান তারা। এ ঘটনায় জড়িতরা হলো- পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তাবাহীনি (আরএনবি) হাবিলদার সঞ্জীত কুমার, নায়ক রাসেল ও সিপাহী ইমরান।

এঘটনায় আরএনবি‘র সহকারি কমান্ড্যান্ট (এসি) আতাউর রহমানকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি করেছে আরএনবি কর্তৃপক্ষ।

আরএনবির একটি সুত্র জানায়, গত ৪ মে রাতে ইয়ার্ডের গুদামে ডিউটি করছিলেন তারা এসময় গুদামের তালা খুলে ১৬০ বস্তা গম বের কররা হয় তাদের নেতেৃত্বে। এছাড়া মালবাহী ওয়াগান থেকেও মালামাল চুরির প্রমানও পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে পাকশী নিরাপত্তাবাহিনী (আরএনবি) কমান্ড্যান্ট মর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা সহকারি কমান্ড্যান্ট (এসি) আতাউর রহমানের লালমনিরহাট বদলি হয়েছে। সময়মত তদন্ত প্রতিবেদন হাতে  পায়নি, পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply