রাবির শিক্ষার্থীরা করোনা ভ্যাকসিন নিবন্ধনের পুনরায় সুযোগ পাচ্ছেন

রাবির শিক্ষার্থীরা করোনা ভ্যাকসিন নিবন্ধনের পুনরায় সুযোগ পাচ্ছেন

রাবির শিক্ষার্থীরা করোনা ভ্যাকসিন নিবন্ধনের পুনরায় সুযোগ পাচ্ছেন
রাবির শিক্ষার্থীরা করোনা ভ্যাকসিন নিবন্ধনের পুনরায় সুযোগ পাচ্ছেন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) যে সকল শিক্ষার্থীরা করোনাভাইরাসের ভ্যাকসিনের নিবন্ধনে বাদ পড়েছেন তারা পুনরায় সুযোগ পাবেন।

সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ মে ভ্যাকসিনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্রের তথ্য চেয়ে প্রাথমিক নিবন্ধন করতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার সরকারি সুরক্ষা পোর্টাল ও অ্যাপে চূড়ান্ত নিবন্ধন শুরু হয়। কিন্তু প্রাথমিক নিবন্ধনে অনেকের জাতীয় পরিচয় পত্র না থাকায় ও নিবন্ধনে ভুল করায় চূড়ান্ত নিবন্ধনের তালিকা থেকে অনেক শিক্ষার্থী বাদ পড়েন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজে দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পরিচয় পত্র ছাড়া ভ্যাকসিন পাওয়ার সুযোগ নেই। তাই যাদের পরিচয় পত্র নেই, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয় পত্রের জন্য আবেদন করতে বলা হয়। আর যারা প্রথমবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন করেন নি বা তথ্যে ভুল করেছেন তাদের জন্য নতুন করে নিবন্ধনের সুযোগ দেয়া হবে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিবন্ধন করেননি বা তথ্য ভুল করেছেন তাদের জন্য নতুন করে সুযোগ দেয়া হবে। বাদ পড়া শিক্ষার্থীদের তালিকা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসি’র মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রণলায়ে পাঠাবে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply