রাজশাহী নগরীতে জুয়াড় বোর্ডে ডিবির অভিযান, গ্রেফতার ৬

রাজশাহী নগরীতে জুয়াড় বোর্ডে ডিবির অভিযান, গ্রেফতার ৬

রাজশাহী নগরীতে জুয়াড় বোর্ডে ডিবির অভিযান, গ্রেফতার ৬
রাজশাহী নগরীতে জুয়াড় বোর্ডে ডিবির অভিযান, গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী সাহেববাজার মাছপট্রিতে অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গতকাল সোমবার দিবাগত রাত ৮টার দিকে মহানগরীর সাহেব বাজার মাছপট্রিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬১৯৫ টাকা ও তাস উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল।

গ্রেফতারকৃতরা হলো- চন্দ্রিমা ধানাধীন আসাম কলোনী রবের মোড় এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. রাজু আহম্মদ (৪২), (রাজু জুয়ার বোর্ড পরিচালনাকারী), একই থানার শিরোইল কলোনীর ১ নং গলির মৃত আব্দু রাজ্জাকের ছেলে মো. আরমান আলী (২৮), শাহমখদুম থানাধীন দ:ক্ষিণ নৌদাপাড়া এলাকার মো. আবুল বাসারের ছেলে মো. রাসেল মাহমুদ (২৮), কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম শব্জিবাজার এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. হাসিবুল হাসান (৪৬), বোয়ালিয়া থানাধীন কেদুর মোড় নদীরধার এলাকার মো. মুসুরের ছেলে মো. শাহামুল (৪০) ও একই থানার হাদির মোড় নদীরধার এলাকার মো. দুলালের ছেলে মো. রকি (৪০)।

অভিযানটি পরিচালনা করেন মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply