পুঠিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি আবাসন ‘বীর নিবাস’ বরাদ্দ

পুঠিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি আবাসন ‘বীর নিবাস’ বরাদ্দ

পুঠিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি আবাসন ‘বীর নিবাস’ বরাদ্দ
পুঠিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি আবাসন ‘বীর নিবাস’ বরাদ্দ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার ১২ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের নামে ‘বীর নিবাস’ বাসস্থান নির্মাণের বরাদ্দ এসেছে বলে উপজেলা নির্বাহী অফিসার অফিস সূত্রে জানা গেছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ে বরাদ্দ অনুযায়ী ১২টি সরকারী আবাসন ‘বীর নিবাস’ নির্মান করবে উপজেলা প্রশাসন।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর নীতিমালা ও প্রজ্ঞাপন নির্দেশিকা অনুযায়ী “অস্বচ্ছল/ভুমিহীন বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বরাদ্দ” সংক্রান্ত উপজেলা কমিটির সভায় ১২ জন অস্বচ্ছল/ভুমিহীন বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করে তাদের নামে বাসস্থান বরাদ্দের জন্য অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার একটি তালিকা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেন।

প্রেরিত তালিকা অনুযায়ী গত (২ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধাদের নামে ‘বীর নিবাস’ নামে আবাসন নির্মাণ বরাদ্দ আসার বিষয়টি নিশ্বিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাস্মদ আনাছ্ পিএএ বলেন, প্রতিটি বাসস্থান নির্মানে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ভ্যাট ৩% আয়কর সাড়ে ৭% মোট সাডে ১০% বাদে প্রতিটি বাসস্থান নির্মানে নীট ব্যয় হবে ১২ লাখ ২ হাজার ৫৩৮ টাকা।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রথম পর্যায়ের ১২ জন বীর মুক্তিযোদ্ধাদের নামে বাসস্থান নির্মানের বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থান নিশ্বিত করা হবে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply