নওগাঁর টর্চার সেলের পরিচালক রুহুল গ্রেফতার

নওগাঁর টর্চার সেলের পরিচালক রুহুল গ্রেফতার

নওগাঁর টর্চার সেলের পরিচালক রুহুল গ্রেফতার
নওগাঁর টর্চার সেলের পরিচালক রুহুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। যেখানে প্রায় ব্যবসায়ীদের ধরে এনে পরিবারের কাছে চাঁদা চাওয়া হতো। চাঁদা না পেলেই চলতো নির্যাতন। গতকাল শুক্রবার রাতে সেই টর্চার সেলে অভিযান চালিয়ে সন্ত্রাসী রুহুল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে র‌্যাব-৫ সদর দফতরে প্রেস ব্রিফিং করে রুহুলকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লে: কের্ণেল জিয়াউর রহমান তালুকদার জানায়, সম্প্রতি মহাদেবপুরের নার্সারী ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে অপহরণ করে চাঁদা দাবি করে রুহুল ও তার সাঙ্গপাঙ্গরা। চাঁদার টাকা না দিলে মিঠুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে মিঠুনের স্ত্রী শ্যামলী রানী তার স্বামীকে ছাড়াতে গেলে তাকেও মারধর করে মাথার চুল কেটে দেয়া হয়।

তিনি বলেন, তিন দিন পর সেখান থেকে মিঠুনকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই পলাতক ছিলো রুহুল আমিন। গত রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকা থেকে রুহুলকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে রুহুলের সহযোগী তরিকুলকে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেফতার করে র‌্যাব।

 মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply