গাছ কাটার প্রতিবাদে রুয়েটের সামনে প্রতিবাদ সমাবেশ

গাছ কাটার প্রতিবাদে রুয়েটের সামনে প্রতিবাদ সমাবেশ

গাছ কাটার প্রতিবাদে রুয়েটের সামনে প্রতিবাদ সমাবেশ
গাছ কাটার প্রতিবাদে রুয়েটের সামনে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০টি গাছ কেটে ভবন নির্মানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে ১৫টি গাছ কাটাও হয়ে গেছে। গাছগুলোর বেশিরভাগই অর্ধ শতবর্ষীর বেশি পুরনো।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গাছ কাটার প্রতিবাদে রুয়েটের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে পরিবেশ আন্দোলনের কর্মীরা।

সেসময় তারা বলেন, রাজশাহীতে একের পর এক সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে নির্বিচারে গাছ কাটা হচ্ছে।

যেই গাছগুলোর বয়স নূন্যতম ৫০ বছর। এতে পরিবেশের ভারমাস্য নষ্ট হবার পাশাপাশি অনেক প্রাণীর আবাসস্থলও ধ্বংস হচ্ছে। গাছ কেটে ভবন নির্মানের সিদ্ধান্ত থেকে সরে আসতে রুয়েট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply