দেশীয় অস্ত্র, মাদক এবং দুই রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

দেশীয় অস্ত্র, মাদক এবং দুই রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

দেশীয় অস্ত্র, মাদক এবং দুই রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
দেশীয় অস্ত্র, মাদক এবং দুই রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার: জয়পুরহাটে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং দুই রাউন্ড গুলিসহ আন্তঃজেলার কুখ্যাত ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-জয়পুরহাট, জেলার কালাই থানাধীন মৃত ছকির উদ্দিনের ছেলে মোঃ মাহাবুব মন্ডল (৪২), একই থানাধীন মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ বজলার রহমান বুলেট (৪৩) ও গোবিন্দগঞ্জ, জেলার গাইবান্ধা থানাধীন আয়ভাঙ্গী গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩২)। গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধা ৬টার দিকে কালাই থানার মাত্রাই ইউনিয়নের বানদিঘী নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা । তিনি জানান, গতকাল সন্ধার দিকে ডাকাতির পরিকল্পনার জন্য একত্রিত হয়েছিলো ডাকাত দলের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই রাউন্ড গুলি, ৪৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, একটি বিদেশী মদের বোতল, একটি চোরাই মোটর সাইকেল, দুইটি স্লাইরেঞ্জ, একটি প্লাস, একটি স্ক্রু-ড্রাইভার, তেরটি লোহার ফলা, একটি হাতল যুক্ত হ্যামার এবং একটি বাঁশের লাঠি।

পুলিশ সুপার আরও বলেন, আটককৃতরা আন্তঃজেলার কুখ্যাত ডাকাত দলের সদস্য বলেও জানান তিনি।

উল্লেখ্য গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত মাহাবুব মন্ডল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় সর্বমোট ১১টি এবং মোঃ বজলার রহমান এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি মামলা রয়েছে। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক বলেন, আটককৃদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আজ বৃহস্পতিবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply