রাজশাহীতে করোনায় আরও ৫ জনের মৃত্যু

রাজশাহীতে করোনায় আরও ৫ জনের মৃত্যু

রাজশাহীতে করোনায় আরও ৫ জনের মৃত্যু
রাজশাহীতে করোনায় আরও ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫জনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন ৭জনের মৃত্যু হয়েছিলো।

শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, ও নওগাঁর একজন ছিলেন। মৃতদের মধ্যে মহিলা চারজন ও পুরুষ একজন রয়েছেন। তাদের বয়স ৩০ থেকে ৬১ মধ্যে।
রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮জন। বর্তমানে রামেকে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩৪জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৫৬জন ও করোনা নেগেটিভ ২৩জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রামেকের বিভিন্ন করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ১১৩জন।

গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে মোট ৪০০জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ, ও চাপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply