রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

রামেকে করোনায় আরও ৪ জনের মৃত্যু
রামেকে করোনায় আরও ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়েই আরও তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপসর্গে মৃতের মধ্যে একজন রাজশাহী, একজন নাটোর ও একজন চুয়াডাঙ্গার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। রামেকের করোনা ইউনিটে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩৭ জন, করোনায় আক্রান্ত ১০ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন।

রামেক পরিচালক শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৩৭টি নমুনা পরীক্ষায় সকলের নেগেটিভ রেজাল্ট এসেছে। অপরদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় মাত্র দুই জন শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩ দশমিক ৭০ শতাংশ।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply