রাজশাহীতে ই-কমার্স কোম্পানী খুলে প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎ; প্রতারক গ্রেফতার

রাজশাহীতে ই-কমার্স কোম্পানী খুলে প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎ; প্রতারক গ্রেফতার

রাজশাহীতে ই-কমার্স কোম্পানী খুলে প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎ; প্রতারক গ্রেফতার
রাজশাহীতে ই-কমার্স কোম্পানী খুলে প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎ; প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে “গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল” ই-কমার্স কোম্পানীর নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ এর অভিযোগে সৈয়দ সাইফুল ইসলাম (৫০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৪ অক্টোবর দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক বগুড়া জেলার শেরপুর থানার বেলগাড়ী সাদিপুকুর পাড়ার মৃত আকতারুজ্জামানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগীরর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়ার এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪২) নামের এক ব্যক্তির সাথে প্রতারক সাইফুল ইসলামসহ তার অন্যান্য সহযোগিদের সাথে পরিচয় হয়।

পরিচয়ের সময় সে জানতে পারে যে, তারা অনলাইনে “গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল”নামক কোম্পানী খুলে ই-কমার্সের ব্যবসা করছে। প্রতারকরা জাহাঙ্গীর আলমকেও তাদের কোম্পানিতে বিনিয়োগ করতে বলে।

তাদের কথামতো ই-কমার্সের প্রতিষ্ঠানে জাহাঙ্গীর আলম ৮ লক্ষ ১৫ হাজার টাকা বিনিয়োগ করে এবং তাকে ওয়েব সাইটে মোট ২৮টি একাউন্ট খুলে দেয়। জাহাঙ্গীর আলমকে প্রতারকরা প্রতি এক লক্ষ টাকায় প্রতিদিন ৪০০ টাকা লভ্যাংশ দেয়ার আশ্বাস দেয়। তার কিছুদিন পর প্রতারকরা তাদের ওয়েবসাইটের কার্যক্রম ও তাদের অফিস বন্ধ করে দেয়।

জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যক্তিদের নিকট হতে সর্বমোট ৩৬ লক্ষ ৮৫ হাজার টাকা প্রতারণা করে তারা। উক্ত প্রতারণার ঘটনায় জাহাঙ্গীর আলমের অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

এঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply