মোহনপুরে শতফুলের আয়োজনে গবাদী পশুর সুরক্ষা প্রকল্পের আওতায় মত বিনিময় সভা

মোহনপুরে শতফুলের আয়োজনে গবাদী পশুর সুরক্ষা প্রকল্পের আওতায় মত বিনিময় সভা

মোহনপুরে শতফুলের আয়োজনে গবাদী পশুর সুরক্ষা প্রকল্পের আওতায় মত বিনিময় সভা
মোহনপুরে শতফুলের আয়োজনে গবাদী পশুর সুরক্ষা প্রকল্পের আওতায় মত বিনিময় সভা

মোহনপুর প্রতিনিধি : “Strengthening Resilience of Livestock Farmers through Risk Reducing Service” প্রকল্পের আওতায় SDC এর অর্থায়নে Swissagent ম্যানেজমেন্টে PKSF এর সহযোগিতায় শতফুল বাংলাদেশের আয়োজনে আজ মঙ্গলবার ১২টার সময় শতফুল বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগলের প্রজনন খামার পরিদর্শন,খাড়তা গ্রামে প্রায় ৩০০ গবাদী প্রাণীকে Antrox,FMD,PPR রোগের ভ্যাকশিন ক্যাম্প পরিদর্শন,গবাদি প্রাণীর লালন-পালন বিষয়ক প্রশিক্ষনে অংশ গ্রাহণ করেছে।

পরে শতফুল বাংলাদেশের হল রুমে DLS এবং Privet Scetor (বেসরকারী ফিড কোম্পানি ও ঔষধ কোম্পানির) উর্দ্ধতন কর্মকর্তাসহ শতফুল বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা,কনসালটেন্ট সুইস কন্ট্রাক্ট গোকুল চন্দ্র দাস,টিম লিডার সুইস কন্ট্রাক্ট আরাফাত হোসেন,সুইস কন্ট্রাক্ট এর মিষ্টার লুক বিটারি,পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের(পি.কে.এস.এফ) সিনিয়ন জেনারেল ম্যানেজার হাসান খালেদ,ডা: অসীম কুমার প্রামাণিক,পরিচালক কার্যক্রম হুমায়ন কবির,শতফুল বাংলাদেশের কৃষি কর্মকর্তা কাওসার হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসিসহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,ভেটেনারী সার্জন,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply