পুঠিয়ায় নৌকাকে হারিয়ে বিজয়ী হলেন: বদিউজ্জামান বদি

পুঠিয়ায় নৌকাকে হারিয়ে বিজয়ী হলেন: বদিউজ্জামান বদি

পুঠিয়ায় নৌকাকে হারিয়ে বিজয়ী হলেন: বদিউজ্জামান বদি
পুঠিয়ায় নৌকাকে হারিয়ে বিজয়ী হলেন: বদিউজ্জামান বদি

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদিউজ্জামান বদি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) রাত নয়টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা রিটার্নিং অফিসার জয়নুল আবেদীন এ ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বদি (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৮৬৪ ভোট। তার নিকটতম নৌকার প্রার্থী রাজিবুল হক পেয়েছেন ৮ হাজার ৪৮২ ভোট। আর বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাকিব (মোটরসাইকেল) প্রতিক পেয়েছেন ৬ হাজার ৩২৮ ভোট। এতে বেসরকারিভাবে বদিউজ্জামান বদি ৩৮২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার আবেদীন জানান, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৫৭০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ২৫১ জন এবং নারী ভোটার সংখ্যা ১৪ হাজার ৩১৯ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২৪ হাজার ৫৫৮ জন।

এনিয়ে বদিউজ্জামান বদি পঞ্চমবারের মতো বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply