শহীদ দিবসে আইবিএমসি ছাত্রলীগ কর্তৃক এতিম মাদ্রাসার ছাত্রদের বাংলা বই বিতরণ

শহীদ দিবসে আইবিএমসি ছাত্রলীগ কর্তৃক এতিম মাদ্রাসার ছাত্রদের বাংলা বই বিতরণ

শহীদ দিবসে আইবিএমসি ছাত্রলীগ কর্তৃক এতিম মাদ্রাসার ছাত্রদের বাংলা বই বিতরণ
শহীদ দিবসে আইবিএমসি ছাত্রলীগ কর্তৃক এতিম মাদ্রাসার ছাত্রদের বাংলা বই বিতরণ

স্টাফ রিপোর্টার: আজ জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শাখা সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান এর আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর মাদ্রাসা ও এতিম খানার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাংলা পাঠ্যপুস্তকসহ বিভিন্ন শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। অতপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৯৫২ সালের ভাষা আন্দলন এবং বাংলার স্বাধীনতা সংগ্রামে জীবন দানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও উক্ত আয়োজনে ১৯৫২ সালের একুশে ফেব্রয়ারিতে শহীদ হওয়া ভাষা শহীদদের চরম আত্মত্যাগের কথা স্মরণ করা হয় ও কোমলমতি শিক্ষর্থীদের মাঝে তাদের আত্মত্যাগের ইতিহাস জানানো হয়।

উক্ত আয়োজনে আইবিএমসি ছাত্রলীগের পক্ষ থেকে ডা. সিলভীয়া নকসী বলেন, “৫২ সালের ২১ ফেব্রুয়ারীতে শহীদদের আত্মত্যাগই ছিল, স্বাধীনতার প্রথম জাগরণ। বাঙালি সারা দুনিয়াকে শিখিয়েছে মায়ের ভাষার জন্য কিভাবে লড়াই করতে হয়।” উক্ত আয়োজনে আইবিএমসি ছাত্রলীগ কর্মী লাবিব বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকা অবস্থায় ভাষা সংগ্রামে নেতৃত্ব প্রদান করেছেন, যা তিনি তার অসমাপ্ত আত্মজীবনীতে লিপিবদ্ধ করেছেন। সালাম, রফিক, শফিউর, বরকত সকলের আত্মত্যাগের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে বাঙালির অন্তরে।”

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply