বিশ্বকাপে পয়েন্টের খাতা খুলল ইংল্যান্ড, পিছিয়ে গেল বাংলাদেশ

বিশ্বকাপে পয়েন্টের খাতা খুলল ইংল্যান্ড, পিছিয়ে গেল বাংলাদেশ

বিশ্বকাপে পয়েন্টের খাতা খুলল ইংল্যান্ড, পিছিয়ে গেল বাংলাদেশ
বিশ্বকাপে পয়েন্টের খাতা খুলল ইংল্যান্ড, পিছিয়ে গেল বাংলাদেশ

ক্রিড়া ডেস্ক: ভারতকে হারিয়ে অবশেষে চলতি মহিলা বিশ্বকাপে পয়েন্টের খাতা খুলল ইংল্যান্ড। চার ম্যাচে এটি তাদের প্রথম জয়। অন্যদিকে বিশ্বকাপের চার ম্যাচে এই নিয়ে দ্বিতীয় হারের মুখ দেখলেন মিতালিরা। আপাতত পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান বদল না হলেও নেট রান-রেট কমে অনেকটাই।

ভারতকে হারিয়ে ইংল্যান্ড লিগ টেবিলের ছয় নম্বরে উঠে আসে। তারা পিছনে ফেলে দেয় বাংলাদেশকে। বাংলাদেশ ৭ নম্বরে নেমে যায়। আগের মতোই লিগ টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

আয়োজক নিউজিল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। পাঁচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান রয়েছে একেবারে শেষে ৮ নম্বরে। পাকিস্তানই একমাত্র দল, যারা চলতি মহিলা বিশ্বকাপে এখনও কোনও ম্যাচ জেতেনি। ফলে তারা পয়েন্টের খাতা খুলতে পারেনি।

আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৪, জয়-৪, হার-০, পয়েন্ট-৮ (নেট রান-রেট: +১.৭৪৪)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬ (নেট রান-রেট: +০.২৮০)।
৩. ভারত: ম্যাচ-৪, জয়-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.৬৩২)।
৪. নিউজিল্যান্ড: ম্যাচ-৪, জয়-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২৫৭)।
৫. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৪, জয়-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -১.২৩৩)।
৬. ইংল্যান্ড: ম্যাচ-৪, জয়-১, হার-৩, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.৩৫১)।
৭. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৪৭৭)।
৮. পাকিস্তান: ম্যাচ-৪, জয়-০, হার-৪, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯৯৬)।
*বিশ্বকাপের ১৫ নম্বর ম্যাচের (ভারত বনাম ইংল্যান্ড) শেষে পয়েন্ট টেবিলের অবস্থান।

মতিহার বার্তা / এম জি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply