স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে

স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে

স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে
স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতিবছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব অ্যাঞ্জেলেস-বাফলা দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। এতে প্রধান আকর্ষণ ছিল তাদের ঐতিহ্যবাহী ১৪তম ‘বাংলাদেশ ডে প্যারেড’ ২০২২। লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত ব্যস্ততম দুটি সড়ক বন্ধ রেখে টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ প্যারেডে অংশ নেন শত শত প্রবাসী বাংলাদেশি ও বিদেশিরা।

প্যারেড শুরু হয় লিটল বাংলাদেশ এলাকার থার্ডস্ট্রিট ও নরমেন্ডী থেকে। পরে ভারমন্ট সড়ক হয়ে ভার্জিল মিডল স্কুলের মাঠে গিয়ে শেষ হয়। পরে স্কুল মাঠেই অনুষ্ঠিত হয় মেলা, আলোচনা সভা, বাফলা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় ও বাংলাদেশ থেকে আসা শিল্পীরা।

ঘোড়া, বাদকদল, আকাশে হেলিকপ্টার, সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহ বিশাল আকৃতির লাল সবুজ পতাকা। সঙ্গে বাহারি পোশাক আর সাজ। বাংলা দেশাত্নবোধক ও বিভিন্ন গানের সুরের ঝংকারে মুখরিত পুরো এলাকা। কী ছিল না এ আয়োজনে? স্বাধীনতা দিবস উদযাপনে এ এক এলাহি কাণ্ড! দেখে বোঝার উপায় নেই এটি বাংলাদেশ নাকি অন্য কোনো স্থান। যুক্তরাষ্ট্রের মাটিতে এ যেন একখণ্ড বাংলাদেশ।

এভাবেই বিদেশের মাটিতে নেচে-গেয়ে প্রিয় জন্মভূমির স্বাধীনতা উৎসবে মেতে ওঠেন বাঙালিরা। তুলে ধরেন তাদের জাতীয়তা ও সংস্কৃতি। জাতি-ধর্ম, বিভেদ এমনকী রাজনৈতিক পরিচয় ভুলে বিজয় আর সাম্যের মিছিলে নিজেদের সামিল করে বাঙালিরা আরও একবার প্রমাণ দেন তারা সহনশীল আর বীরের জাতি।

আয়োজনে প্যারেড মার্শাল লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান মাইকেল মুর, প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল মেম্বার নিথিয়া রামেন। এর আগে অনুষ্ঠানের উদ্ধোধন করেন সান্তা ক্লারিটার সিটি কাউন্সিল মেম্বার বিল মিরানডা ও ৩৮ ডিস্ট্রিক্টের সাবেক কাউন্সিল ওমেন ক্রিসটি স্মিথ, বাফলা সভাপতি শিপার চৌধুরী ও সাধারণ সম্পাদক জিয়া ইসলাম।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply