ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেহেদী আজাদ নয়ন (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মেহেদী আজাদ নয়নের মা নাজমা আজাদ জানান, তাদের বাড়ি খুলনার রূপসা উপজেলার শেলের বাজার এলাকায়। নয়নের বাবার নাম মৃত আবুল কালাম আজাদ। নয়ন তাদের একমাত্র ছেলে। গুলশান থানায় মানি লন্ডারিং মামলায় গত বছরের জানুয়ারি মাসে পুলিশ তাকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর থেকে কেরানীগঞ্জের কারাগারে বন্দী ছিল নয়ন।

তিনি জানান, কারাগারে যাওয়ার পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। আজ দুপুরে পুলিশের মাধ্যমে জানতে পারেন হাসপাতালে নয়ন মারা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১টা ৫০মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী তারিকুল তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply