(আইপিএল) চলতি আসরে দিল্লির জার্সিতে সবার মন কাড়ছেন মুস্তাফিজুর রহমান

(আইপিএল) চলতি আসরে দিল্লির জার্সিতে সবার মন কাড়ছেন মুস্তাফিজুর রহমান

(আইপিএল) চলতি আসরে দিল্লির জার্সিতে সবার মন কাড়ছেন মুস্তাফিজুর রহমান
(আইপিএল) চলতি আসরে দিল্লির জার্সিতে সবার মন কাড়ছেন মুস্তাফিজুর রহমান

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দিল্লির জার্সিতে সবার মন কাড়ছেন মুস্তাফিজুর রহমান। দিল্লির অন্যান্য বোলাররা যখন বেশ খরুচে, তখন অধিনায়ক রিশাভ পন্ত ও কোচ রিকি পন্টিংয়ের আস্থাভাজন হয়ে উঠেছেন টাইগার কাটার মাস্টার।

আইপিএলে এবারের মৌসুমটা দুর্দান্ত কাটছে মুস্তাফিজুর রহমানের। অনেক উইকেট না পেলেও, দারুণ ইকোনমিতে বোলিং করছেন কাটার মাস্টার। ৩ ম্যাচ খেলে ৩টি উইকেট পেয়েছেন তিনি। রান দিয়েছেন যথাক্রমে ২৩, ২৬ ও ২১।

সব মিলিয়ে আইপিএলে চলতি আসরে দিল্লির জার্সিতে সবার মন কাড়ছেন টাইগার কাটার মাস্টার। তার আইপিএল অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। স্বপ্নের সেই আসরে ফিজের ক্যাপ্টেন হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার।

কাটার মাস্টারের দুর্দান্ত বোলিং আর ওয়ার্নারের ব্যাট এবং নেতৃত্বে সেবার প্রথম শিরোপার স্বাদ পায় হায়দরাবাদ। তবে এরপরই হায়দরাবাদ শিবিরে ভাঙন। মুস্তাফিজের পর সবশেষ ঠিকানা পাল্টেছেন ওয়ার্নারও।

হায়দরাবাদ ছাড়ার পর মুম্বাই এবং রাজস্থান রয়্যালস ঘুরে মুস্তাফিজ এখন থিতু হয়েছেন দিল্লি ক্যাপিটালসে। অন্যদিকে, হায়দরাবাদ থেকে সরাসরি দিল্লিতে ওয়ার্নার।

যদিও আইপিএলের চলতি আসরে পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই ক্যাপিটালস। ৪ ম্যাচে ২ জয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে মুস্তাফিজের দিল্লি। তবে আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে বেশ চনমনে মেজাজে দিল্লি।

টেবিলের ৬-এ থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয়ের জন্য মরিয়া দিল্লি। যদিও কোহলি-ডু প্লেসিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে সেটা বেশ কঠিনই হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টায়।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply