ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পর দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়েন তিনি। এরপর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের।

হিন্দুস্থান টাইমস বলছে, ইব্রাহিম নারায়ণগঞ্জের বাসিন্দা। অবৈধ উপায় অবলম্বন করে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে গিয়েছিলেন তিনি। তার লক্ষ্য ছিল স্টেডিয়ামের গ্যালারিতে বসে আইপিএল দেখা। কিন্তু সেই স্বপ্ন সফল হলো না তার।

হিন্দুস্থান টাইমস আরও জানায়, ভারতে পা রাখার জন্য সীমান্তে থাকা দালালদের ওপর ভরসা করেছিলেন ইব্রাহিম। কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার ইচ্ছা ছিল তার। এক স্থানীয় দালালের সাহায্যে কাঁটাতার পেরিয়ে ভারতের চব্বিশ পরগনা সীমান্তে ঢোকেন তিনি। কিন্তু তারপরই ধরা পড়ে যান।

কেন ভারতে গিয়েছেন, এ তথ্য জানানোর পর সেটা খুঁটিয়ে অনুসন্ধান করে বিএসএফ। এরপর তাকে আটকে না রেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply