ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া দাবি করেছে, গত রাতে দেশটি ইউক্রেনের এক হাজার ৫৩টি স্থাপনায় হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায়।খবর বিবিসির।

টেলিগ্রামে দেওয়া এ বিবৃতিতে বলা হয়, এ সব হামলায় ১০৬টি গোলাবর্ষণের জায়গা ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে ৭৩টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি কমান্ড পোস্ট, ইউক্রেনীয় জনশক্তি ও সামরিক সরঞ্জাম রয়েছে এমন ৫৭ এলাকা, সাতটি শক্তিশালী অবস্থান ও চারটি গোলাবারুদের গুদাম, ছয়টি ট্যাংক ও নয়টি সাঁজোয়া যান এবং একটি এমএসটিএ-বি হুইটজার ব্যাটারি অস্ত্র।

বিবৃতিতে আরও বলা হয়, নির্ভুল ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন এবং সাতটি সামরিক সরঞ্জাম ইউনিট ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার সশস্ত্র বাহিনী জানায়, ‘ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান’ অব্যাহত থাকবে।

বিবিসি রাশিয়ার দেওয়া তথ্য যাচাই করতে পারেনি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর কিছুদিন পরই মস্কো লক্ষ্য পরিবর্তনের কথা জানায়। এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ সেনারা। এর আগে কিয়েভসহ আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply