স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে

স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে

স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে
স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে

ফারহানা জেরিন এলমা: মহিলাদের স্বাস্থ্যের প্রসঙ্গ এলেই গুঞ্জরিত হতে থাকে একাধিক মিথ। সেগুলির মধ্যে অন্যতম হল স্তনযুগল ঠিক রাখার জন্য অন্তর্বাস পরা অবশ্য প্রয়োজনীয়। কিন্তু প্রকৃত ছবি হল, অন্তর্বাস পরা স্বাস্থ্যের তুলনায় অনেক বেশি জড়িয়ে আছে ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর।

চিকিত্‍সার পরিভাষায় যে সমস্যা লুকিয়ে আছে, তা হল স্তন ঝুলে যাওয়া। একে আমরা অনেকেই ব্রেস্ট স্যাগিং বলেও চিনে এসেছি। প্রচলিত বহুল ধারণা হল, ব্রেসিয়ার বা ব্রা না পরলে স্তন শিথিল হয়ে ঝুলে যায়। যদিও স্তনের স্বাস্থ্যের উপর অন্তর্বাসের কোনও প্রভাব নেই। বরং, এটা অনেক বেশি ফ্যাশন স্টেটমেন্ট।

অনেকেরই অনুভূতি, অন্তর্বাস পরলে স্তন ও স্তনবৃন্ত দৃঢ় থাকে। তবে স্তনের আকার ভারী হলে শারীরিক অনুশীলন ও জগিংয়ের সময় অন্তর্বাস পরলে সুবিধে হয়। ব্রা না পরলে স্তনযুগল শিথিল হয়ে পড়বে না। আন্ডারওয়্যার্ড ব্রা অথবা কালো রঙের ব্রা পরলে ব্রেস্ট ক্যানসার হয় না।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply