জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন কারাদন্ড

জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন কারাদন্ড

জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন কারাদন্ড
জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন ডেস্ক: চার বছর আগে লেখক মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার দায়ে হামলাকারীর যাবজ্জীবন, একজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।

সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু জানান।

খালাস পেয়েছেন যারা: ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।

রায়ের আগে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আসামিদের সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।

২০১৮ সালের ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান।

সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু সাংবাদিকদের বলেন, বিচারক ফয়জুলকে যাবজ্জীবন সাজা ছাড়াও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং সোহাগ মিয়াকে চার বছরের কারাদণ্ড ছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

২২ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায়ের দিন ঠিক করা হয়।

২০১৮ সালের ২৬ জুলাই হামলাকারী ফয়জুল ও তার বাবা-মা, ভাইসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম। ওই বছরের ৪ অক্টোবর মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

মতিহার বার্তা / এম টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply