ধান বহন করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ঢিলের আঘাতে যুবক নিহত

ধান বহন করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ঢিলের আঘাতে যুবক নিহত

ধান বহন করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ঢিলের আঘাতে যুবক নিহত
ধান বহন করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ঢিলের আঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে ট্রাক্টরে ধান বহন করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের ঢিলের আঘাতে নায়েব উল্লাহ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছড়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন

ঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে  উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত নায়েব উল্লাহ শ্রীঘর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি থেকে ধান কেটে ট্রাক্টরে করে নিয়ে শ্রীঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে জুনায়েদের সঙ্গে পাশের গ্রাম আশুরাইল গ্রামের ইউনুস আলীর ছেলে জালালের বাগবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার পর উভয় পক্ষ গ্রামে গিয়ে বিষয়টি জানানোর পর শ্রীঘর এবং আশুরাইল গ্রামবাসী দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ঢিলের আঘাতে শ্রীঘর গ্রামের মৃত শানু মিয়ার ছেলে নায়েব উল্লাহ প্রাণ হারান। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সরকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ এবং জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply