পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণে বাধা, হামলায় আহত ৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণে বাধা, হামলায় আহত ৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণে বাধা, হামলায় আহত ৭
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণে বাধা, হামলায় আহত ৭

অনলাইন ডেস্কপিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের হামলায় চায়না প্রকল্পের তিন চায়না নাগরিকসহ ৪ জন আহত হয়েছেন। আহত চায়না নাগরিকরা হলেন- ম্যানেজার মি. মাজিমাও (৩১), সুপারভাইজার মি. চ্যাং ডিউ (২৭), সুপারভাইজার মি. লেই বো (৩৬)।

এছাড়া আহত শ্রমিকরা হলেন- জিল্লুর রহমান, নিজাম শিকদার, বাহাদুর উকিল ও জাকারিয়া খান। হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ মে)  সকাল ১০টার দিকে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলার ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ার বাদুরা গ্রামে চায়না প্রজেক্টের লোকজন বেড়িবাঁধ তৈরি করতে ভেকু নিয়ে সেখানে হাজির হয়। সেখানে মাটিকাটা শুরু করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন।
 
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের জমিতে বেড়িবাঁধ বাঁধতে গেলে ক্ষতিগ্রস্তরা ভূমির টাকা না পাওয়ায় তাদের বাধা দেয়। এতেও কাজ বন্ধ না হলে এক পর্যায়ে তারা হামলা চালায়।
 
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, আহত অবস্থায় ভান্ডারিয়া হাসপাতালে তিন জন চায়না নাগরিক ও আরও ৪ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে ২ জন চায়না নাগরিকের হাতে ও পায়ে এবং  একজনের মাথায় সামান্য আঘাত লেগেছে।
 
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, জমির মালিকানা ও পুকুর ভরাটকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জমির মালিকদের ভুল বোঝাবুঝির ফলে হামলায় চায়না প্রকল্পের ৩ চায়না নাগরিকসহ এসব আহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

মতিহার বার্তা / এম টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply