সিংড়ার কদমকুড়ি গ্রামে ছালাম হত্যা মামলার জের ধরে পায়ের রগ কর্তন

সিংড়ার কদমকুড়ি গ্রামে ছালাম হত্যা মামলার জের ধরে পায়ের রগ কর্তন

সিংড়ার কদমকুড়ি গ্রামে ছালাম হত্যা মামলার জের ধরে পায়ের রগ কর্তন
সিংড়ার কদমকুড়ি গ্রামে ছালাম হত্যা মামলার জের ধরে পায়ের রগ কর্তন

 সিংড়া( নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে ২০১৩ সালে ছালাম হত্যা মামলার জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে ওই হত্যা মামলার প্রধান আসামীর পায়ের রগ কর্তনের ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধা সাড়ে ৬ টায় কদমকুড়ি মহসিনের বাড়ি সংলগ্ন এই ঘটনা ঘটে।

আহত আব্দুর রাজ্জাক বর্তমান রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় কদমকুড়ি গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, কদম কুড়ি গ্রামের মসজিদের একটি পুকুরকে কেন্দ্র করে ২০১৩ সালে গ্রাম্য দ্বন্তে কদমকুড়ি গ্রামের চান্দু ফকিরের ছেলে আব্দুস ছালাম নিহত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বেলাল (৪৫) বাদী হয়ে প্রতিপক্ষ আব্দুল রাজ্জাক, জমসেদ, হানিফ সহ ১৪/১৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

এ সব ঘটনায় কমকুড়ি গ্রামের সাধারন মানুষ দু দলে বিভক্ত হয়ে যায়। এরই জের ধরে গত শুক্রবার ( ৫ মে) ছালাম হত্যা মামলার প্রধান আসামী আঃ রাজ্জাক সন্ধা সাড়ে ৬ টায় ডাহিয়া বাজার থেকে কদমকুড়ি গ্রামে ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন।

মতিহার বার্তা / এম টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply