পুঠিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ জন হেরোইন ও অস্ত্রসহ গ্রেফতার

পুঠিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ জন হেরোইন ও অস্ত্রসহ গ্রেফতার

পুঠিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ জন হেরোইন ও অস্ত্রসহ গ্রেফতার
পুঠিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ জন হেরোইন ও অস্ত্রসহ গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া সদর থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব- ৫ এর একটি দল। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি বাসা ভাড়া নিয়ে ভারতীয় কসমেটিকস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল।

বুধবার (১৮ মে) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫।

কোম্পানি কমাণ্ডার মেজর নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ওই বাড়ি থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ৩৫০ গ্রাম হেরোইন, ৫ টি মোবাইল, ১০ টি সীমকার্ড, ১ টি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার করে এবং শাহ আলম (৩৫), তার স্ত্রী শাহনাজ বেগম (৩৩) ও তাদের সহযোগী মানিক সরদার (৩২) কে গ্রেফতার করে।

 শাহ আলম ও তার স্ত্রীর বাড়ি চাপাই নবাবগঞ্জ ও মানিক সরদারের বাড়ি পুঠিয়া শিবপুর এলাকায় বলে জানা গেছে।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply