নওগাঁর রাণীনগরে মাদকসহ গ্রেফতার ১

নওগাঁর রাণীনগরে মাদকসহ গ্রেফতার ১

নওগাঁর রাণীনগরে মাদকসহ গ্রেফতার ১
নওগাঁর রাণীনগরে মাদকসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক: নওগাঁর রাণীনগরে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মে) সন্ধ্যায় রাণীনগর রেলগেইট এলাকায় এ অভিযান চালানো হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক কারবারি শরিফুল ইসলাম (২৮) উপজেলার রনসিংগার গ্রামের মৃত-শমসের সরদারের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ বলেন, শরিফুল দীর্ঘদিন যাবত রনসিংগার গ্রাম ও তার আশেপাশের এলাকায় মাদকের কারবার করে আসছিলো। তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স গিয়ে তাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১১ পিছ ইয়াবাসহ মাদক সেবনের অন্যান্য উপকরণ পাওয়া যায়। এরপর তার নামে থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন উপজেলা ব্যাপী মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং আগামিতেও তা অব্যাহত রাখা হবে

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply