নাবালিকার বিয়েতে আপত্তি, বাবার হাতে প্রাণ গেল মায়ের

নাবালিকার বিয়েতে আপত্তি, বাবার হাতে প্রাণ গেল মায়ের

নাবালিকার বিয়েতে আপত্তি, বাবার হাতে প্রাণ গেল মায়ের
নাবালিকার বিয়েতে আপত্তি, বাবার হাতে প্রাণ গেল মায়ের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লকি শাহ সদর শহরের এই ঘটনায় শুক্রবার ওই ‘বাবাকে’ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জ়ুলফিকার জিস্কানি।

নাবালিকা মেয়ের বিয়ে আটকাতে চেয়েছিলেন মা, সেই ‘অপরাধে’ মেয়ের বাবার হাতেই খুন হতে হল তাঁকে। পাকিস্তানের লকি শাহ সদর শহরের এই ঘটনায় শুক্রবার ওই ‘বাবাকে’ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জ়ুলফিকার জিস্কানি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম বাবলি জিস্কানি। তাঁর ভাই মুনাবর জিস্কানির অভিযোগেই পুলিশ গ্রেফতার করে জ়ুলফিকার। পুলিশ জানিয়েছে, তাদের নাবালিকা মেয়ে হুমেরার সঙ্গে এক প্রাপ্তবয়স্কের বিয়ে ঠিক করেছিল জ়ুলফিকার।

মেয়ের বিনিময়ে পাত্রপক্ষের কাছে পাকিস্তানি টাকায় এক লক্ষ টাকা দাবি করেছিল সে। প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন বাবলি। পরে টাকা নেওয়ার কথা জানতে পেরে প্রতিবাদে মুখর হয়েছিলেন তিনি। কথা কাটাকাটি চরমে উঠলে রাগের চোটে গলায় ফাঁস লাগিয়ে বাবলিকে খুন করে জ়ুলফিকার।

পুলিশ এ-ও জানিয়েছে, এর আগেও দুই মেয়েকে টাকার বিনিময়ে ‘বিয়ে’ দেওয়ার অভিযোগ রয়েছে জ়ুলফিকরের বিরুদ্ধে। খুনের তদন্তের পাশাপাশি সেই সংক্রান্ত তদন্তও শুরু করেছে পুলিশ। ময়না-তদন্তের পরে বাবলির দেহ তুলে দেওয়া হয়েছে পরিজনের হাতে।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply