জ্যাকলিন ফার্নান্ডেজকে বিদেশ সফরের অনুমতি দিল আদালত, তবে শর্ত বড়ই কঠিন

জ্যাকলিন ফার্নান্ডেজকে বিদেশ সফরের অনুমতি দিল আদালত, তবে শর্ত বড়ই কঠিন

জ্যাকলিন ফার্নান্ডেজকে বিদেশ সফরের অনুমতি দিল আদালত, তবে শর্ত বড়ই কঠিন
জ্যাকলিন ফার্নান্ডেজকে বিদেশ সফরের অনুমতি দিল আদালত, তবে শর্ত বড়ই কঠিন

তামান্না হাবিব: পুরস্কার অনুষ্ঠানে যাওয়ার জন্য বিদেশযাত্রার আবেদন করেছিলেন জ্যাকলিন। সেই আবেদন মঞ্জুর করল দিল্লি আদালত।

সমাজসেবামূলক কাজ অব্যাহত থাকলেও এখন আর আগের মতো ঝাড়া হাত-পা নন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর দেশের বাইরে পা রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি আদালত।

তবে শনিবার আদালতের তরফেই তাঁকে বিশেষ ছাড়পত্র দেওয়া হল। এক পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে আবু ধাবি যাচ্ছেন ‘বচ্চন পান্ডে’-র অভিনেত্রী। ২০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত মাসেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে তলব করেছিল ইডি।

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ হিসেবে জ্যাকলিনের নাম জড়িয়েছে। জানা গিয়েছে, সুকেশ জ্যাকলিনকে বিভিন্ন সময় সেই অবৈধ অর্থ ভাঙিয়ে উপহার দিয়েছেন। সেই ঘটনায় মামলা দায়ের হতে জ্যাকলিনের বিরুদ্ধেও বিশদে তদন্ত চলছে।

সেই পরিস্থিতিতে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছিল ইডি। তাতে বলা হয়েছে, তদন্ত চলাকালীন জ্যাকলিন বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply