টানা ৩৭ ম্যাচ পর জয়ে ফিরলো ইতালি

টানা ৩৭ ম্যাচ পর জয়ে ফিরলো ইতালি

টানা ৩৭ ম্যাচ পর জয়ে ফিরলো ইতালি
টানা ৩৭ ম্যাচ পর জয়ে ফিরলো ইতালি

ক্রীড়া ডেস্ক: ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন করার পথে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে গড়েন বিশ্বরেকর্ড। এর পরই যেন আবারও ছন্দপতন!

এ বছর আরও একটি বিশ্বকাপ। কিন্তু এটাতেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইউরো চ্যাম্পিয়নরা। ১ জুন, ওয়েম্বলিতে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ‘লা ফিলাসিমিয়া’ তেও পরাজিত হয় ইতালি। যেন উপরে উঠে আবার ধপাস করে মাটিতে পিছলে পড়া। এমন অবস্থার মধ্যেই উয়েফা নেশন্স লিগে খেলতে নেমেছে ইতালি। প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি, কোনোরকমে ড্র করেছে। অবশেষে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো মানচিনির শীষ্যরা।

গতকাল ঘরের মাঠে নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরীর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইতালি। এই জয়ের ফলে লিগ একের গ্রুপ ‘এ-৩’ তে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। একটি করে গোল করেন নিকোলো বারেল্লা ও লরেন্সো পেল্লেগ্রিনি। আরজ্জুরিদের পরই তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হাঙ্গেরী।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply