ঘরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ, একই পরিবারের ন’জনের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য

ঘরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ, একই পরিবারের ন’জনের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য

ঘরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ, একই পরিবারের ন’জনের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য
ঘরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ, একই পরিবারের ন’জনের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের সাংলি জেলার মহিষালে একটি বাড়ি থেকে একই পরিবারের ন’জনের দেহ উদ্ধার করা হয়েছে। পাওয়া যায়নি কোনও সুইসাইড নোট।

একটি বাড়ি থেকে একই পরিবারের নয় সদস্যের দেহ উদ্ধার করা হল। মহারাষ্ট্রের সাংলি জেলার এই ঘটনায় দানা বেঁধেছে রহস্য। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। যদিও অকুস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়নি।

পুলিশ সূত্রে খবর, সাংলি জেলার মহিষালে একটি বাড়ি থেকে নয় জনের দেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের কেউ কেউ পেশায় চিকিৎসক ছিলেন বলে জানা গিয়েছে।সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম বলেছেন, ‘‘একটি বাড়ি থেকে নয় জনের দেহ উদ্ধার করা হয়েছে।

তিনটি দেহ ঘরের একই জায়গা থেকে পাওয়া গিয়েছে। বাকি ছয়টি দেহ ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল।’’ আরও এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিষ খেয়ে ওই নয় জন আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply