মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়েঅবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ আটক ১২

মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়েঅবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ আটক ১২

মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়েঅবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ আটক ১২
মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়েঅবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ আটক ১২

অনলাইন ডেস্ক: শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার মাটিলা সীমান্তবর্তী লেবুতলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একদল লোক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র মাটিলা বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে লেবুতরা গ্রামের মাঠে জিরো লাইন থেকে ৩’শ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাদের আটক করে।

সাইফুল ইসলাম আরও জানান, তারা নিজেদের বাড়ি ঢাকা, পিরোজপুর, ঠাকুরগাঁও, যশোর ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে বলে দাবি করেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর খানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ‘জিজ্ঞাসাবাদকালে তারা ভারতে বেড়াতে গিয়েছিলেন বলেন জানান।’

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply