স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের জন্য বিশেষ খাবার

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের জন্য বিশেষ খাবার

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের জন্য বিশেষ খাবার
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের জন্য বিশেষ খাবার

অনলাইন ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারেও উৎসবের আমেজ বিরাজ করছে। উদ্বোধনের আমেজে শনিবার (২৫ জুন) জেলখানার এক হাজার ৪৯৩ কয়েদিরা খেলেন পোলাও মাংস, রোস্ট, কমল পানীয় ও ফলমূল।

এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আনন্দের পাশাপাশি জেলখানার কয়েদিরাও আনন্দে মেতে ওঠেন। তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন জেলা প্রশাসন। তারা জেলে বসেও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরে খুশি হয়েছেন বলে জানা গেছে।

ঐতিহাসিক পদ্মা সেতুটি দেখতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে গেছেন পদ্মা পারে। জেলায় জেলায় চলছে উৎসব। এদিন জেলখানায় থাকা অসহায় মানুষজনও যেন দেশের ঐতিহাসিক এই দিনে আনন্দ থেকে বাদ না পরে। তাদের কথা চিন্তা করে টাঙ্গাইল জেলা প্রশাসক ছুটে গেছেন টাঙ্গাইল জেলখানায়। ব্যবস্থা করেছেন উন্নত মানের খাবার এবং বিনোদনের জন্য নাচ গান।

খাবার বিতরণ শেষে নিজেও একসঙ্গে বসে খাবার খেয়েছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। প্রাণভরে প্রধানমন্ত্রীকে দোয়া করছেন তারা।

এদিকে বিশেষ এই দিনটি উপলক্ষে টাঙ্গাইল জেলা সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে আসামিদের প্রশিক্ষণের লক্ষ্যে ৩টি সেলাই মেশিনসহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়।

এ সময় টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘আজ বাংলাদেশের মানুষের জন্য বিশেষ দিন। সবাই এই দিনে আনন্দ উপভোগ করুক এটাই প্রত্যাশা।’

টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আতাউল গনি বলেন, ‘আজ সারা দেশের মানুষের কাছে একটি আনন্দের দিন। এই আনন্দ ভাগাভাগি করতেই জেলখানায় এমন আয়োজন করা হয়েছে।’

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলাখানায় বর্তমানে হাজতি ও কয়েদি মিলে মোট এক হাজার ৪৯৩ জন আসামি রয়েছে।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply