অভিযানে বন্ধ হলো রাজশাহীর ২০ ক্লিনিক-ডায়াগনস্টিক

অভিযানে বন্ধ হলো রাজশাহীর ২০ ক্লিনিক-ডায়াগনস্টিক

অভিযানে বন্ধ হলো রাজশাহীর ২০ ক্লিনিক-ডায়াগনস্টিক
অভিযানে বন্ধ হলো রাজশাহীর ২০ ক্লিনিক-ডায়াগনস্টিক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অভিযান চালিয়ে ২০টি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে রাজশাহী নগরীসহ ৯টি উপজেলায় স্বাস্থ্য বিভাগের ১২টি ভ্রাম্যমাণ টিম এ অভিযান পরিচালনা করে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর হলো- রাজশাহী নগরীর নিউ ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার, রেইনবো ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, বসুন্ধরা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, এশিয়ান ডায়াগনস্টিক সেন্টার, নিউ হাসপাতাল, আল আমিন ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টার, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ল্যাব ও মেডিকেল সেন্টার এবং আল আমিন নার্সিং হোম, চারঘাটের গ্রিন সিটি হাসপাতাল, বাগমারার নিউ বাগমারা ডায়াগনস্টিক সেন্টার, সাফল্য ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক, কালামি হেলথ কেয়ার, বাঘার মঞ্জু ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও নাজিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং গোদাগাড়ীর সততা ডায়াগনস্টিক সেন্টার।

সিভিল সার্জন ডা. ফারুক বলেন, যেসব প্রতিষ্ঠান লাইসেন্সের জন্য আবেদন না করেই ব্যবসা শুরু করেছে বা বহু আগে অবেদন করে আর খবর নাই এবং লাইসেন্স নবায়ন করেনি তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া রাজশাহীর ক্লিনিক ও ডায়াগনস্টিক সংগঠনের প্রতিনিধিদের লাইসেন্স বিহীন ও অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিকের তালিকা দিতে বলা হয়েছে। পাশাপাশি আমরা নিজেরাই এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে মাঠে নেমেছি। তবে যাদের লাইসেন্স আছে কিন্তু ইদানীংকালে নবায়ন করেনি তাদের বন্ধ করবো না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply