কৃপণতা ও ভয় থেকে মুক্তির দোয়া

কৃপণতা ও ভয় থেকে মুক্তির দোয়া

কৃপণতা ও ভয় থেকে মুক্তির দোয়া
ফাইল ফটো

অনলাইন ডেস্ক: যখন বিপদ কঠিন হয়, যন্ত্রণা তীব্র হয়, মানুষের দেয়া ব্যথায় যখন মানুষ দিশেহারা হয়ে যায়, তখন মনে রাখা জরুরি যে তার একজন মালিক রয়েছে যিনি তাকে কখনোই নিরাশ করেন না। মানুষের এসব অবস্থা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে এভাবে ধরণা দিতে বলেছেন নবিজি-

للَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ ‏

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আঝযি ওয়াল কাসালি, ওয়াল ঝুবনি ওয়াল বুখলি, ওয়া দালায়িদ দাইনি ওয়া গলাবাতির রিজাল।’

অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাইছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।’ (বুখাবি)

অনেক বিষয়ের গুরুত্বপূর্ণ একটি দোয়া। যে দোয়ায় আল্লাহ তাআলা মানুষের কঠিন বিপদ, তীব্র যন্ত্রণা, ব্যথা-বেদনা, হতাশা-দুঃশ্চিন্তা, কৃপণতা-ভয়, অলসতা-অপারগতা ও ঋণ থেকে মুক্তি দিয়ে থাকেন। কারণ আল্লাহ তাআলা সবকিছুর ওপর ক্ষমতাবান এবং আল্লাহই মানুষের একমাত্র অভিভাবক।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এসব মানুবিক দুর্বলতা ও অক্ষমতা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply