অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের জেল

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের জেল

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের জেল
অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের জেল

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি অস্ত্র মামলায় মো. লিটন নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত ও স্পেশাল ট্রাইবুনাল-২-এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার শেষে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত লিটন দৌলতপুর উপজেলার বাহিরমাদি পূর্বপাড়া এলাকার মো. মকবুল সরদারের ছেলে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুন রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ লিটনকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। এসময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে দৌলতপুর থানায় মামলা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply