জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা
জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে।

রোববার (১০ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে।

পোস্ট থেকে জানা যায়, জেলা প্রশাসক সিরাজগঞ্জের অফিসিয়াল নম্বর ক্লোন করে বিভিন্ন অনৈতিক তদবির/আর্থিক সুবিধা দাবি করা হচ্ছে। এ ধরণের কোনো বিষয়ের সঙ্গে জেলা প্রশাসনের কোন সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে সতর্ক থাকা এবং এ ধরণের কোনো ঘটনা ঘটলে আইন প্রয়োগকারী সংস্থা বা জেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, মূলত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছ থেকেও অভিযোগ এসেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে বিভ্রান্ত না হওয়ার কথা বলেছি।

জেলা প্রশাসক মহোদয়ের সরকারি ফোন নম্বর ক্লোন করার বিষয়টি জানতে পেরে জেলার সব স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply