নাটোরে টিসিবির পণ্য নিয়ে আ. লীগের সংঘর্ষ, আহত ৫

নাটোরে টিসিবির পণ্য নিয়ে আ. লীগের সংঘর্ষ, আহত ৫

নাটোরে টিসিবির পণ্য নিয়ে আ. লীগের সংঘর্ষ, আহত ৫
নাটোরে টিসিবির পণ্য নিয়ে আ. লীগের সংঘর্ষ, আহত ৫

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবলু ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা রানা সরদারের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, দুয়ারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। এ সময় হাবিবুর রহমান হাবলু লাইনে না দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনার চেষ্টা করলে ইউপি সদস্য রানার সরদার বাধা দেয়।

এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হাবলু ও রানাসহ ৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফের টিসিবি পণ্য বিক্রি শুরু হয়।

লালপুর থানার উপপরিদর্শক আব্দুল আলিম স্থানীয় সাংবাদিকদের জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply