নিখোঁজের চার দিন পর রেজিস্ট্রি অফিস কর্মির মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর রেজিস্ট্রি অফিস কর্মির মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর রেজিস্ট্রি অফিস কর্মির মরদেহ উদ্ধার
নিখোঁজের চার দিন পর রেজিস্ট্রি অফিস কর্মির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের চার দিন পর উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের এক নকল নবিশের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার মোকামতলা ইউনিয়নের খামারপাড়ার একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল বাসেদ(৫০) শিবগঞ্জ পৌর এলাকার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ সাব রেজিস্টার কার্যালয়ে নকল নবিশ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে খামারপাড়ার পাটক্ষেতে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ভাতিজা শামীম হোসেন জানান, গত মঙ্গলবার সকালে নিজ কর্মস্থল শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্টার অফিসে যান বাসেদ। দুপুরে খাবারের জন্য বাড়িতে যাবেন বলে ফোন দিয়ে জানান।

দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় বাসা থেকে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে এবিষয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply