সাপাহারে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাপাহারে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাপাহারে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
সাপাহারে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের পর নওগাঁর সাপাহারে প্রথম লাল-সবুজের পতাকা উড্ডয়নকারী  বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব)’র  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুনের নের্তৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে দ্বিতীয় জানাযা নামাজ শেষে নিজ গ্রাম ফুটকইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী শুক্রবার সকাল ১০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী সিডিএম হাসপাতালের আইসিইউতে মৃত্যু বরণ করেন। তিনি একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার জানাযায় উপস্থিত ছিলেন বদলগাছি-মহাদেবপুর আসনের সংসদ সদস্য ছলিমুদ্দিন তরফদার এমপি,সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার  প্রমূখ।  এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply