সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে হাতপা ভাঙ্গার হুমকি দিলো দূর্বৃত্ত আরিফ

সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে হাতপা ভাঙ্গার হুমকি দিলো দূর্বৃত্ত আরিফ

সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে হাতপা ভাঙ্গার হুমকি দিলো দূর্বৃত্ত আরিফ
সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে হাতপা ভাঙ্গার হুমকি দিলো দূর্বৃত্ত আরিফ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে খাজা (২০) নামের এক যুবককে গলায় ছুরি মেরে আহত করেছে নবাব (২৭) নামের এক দূর্বৃত্ত।

রবিবার (২৩ জুলাই) দুপুুর ১২টায় মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত খাজা ওই এলাকার মোঃ আতিকের ছেলে।

এদিকে, গলায় যুবকের গলায় ছোরা মারার ঘটনা জানতে পেরে জামালপুর এলাকায় ছুটে যান সাংবাদিক জুলেখা ও তার ফটোসাংবাদিক সাব্বির। এ সময় তারা জানতে পারেন ছুরি মেরে আঘাতকারী তালাইমারী পুলিশ ফাঁড়িতে আটক হয়েছে। সাথে সাথে তারা ফাঁড়িতে গিয়ে দেখেন, ছুরি দ্বারা আঘাতকারী নবাবকে ফাঁড়ির একটি জানালার সাথে হাতকড়া দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। পরে তারা ছবি তোলার জন্য এগিয়ে গেলে দূর্বৃত্ত আরিফ সাংবাদিক জুলেখা ও সাব্বিরকে হাত পা ভাঙ্গার হুমকি প্রদান করে।

সাংবাদিক জুলেখা ও সাব্বির জানায়, রবিবার সন্ধা সাড়ে ৬টায় যুবকের গলায় ছুরি মারার ঘটনা জানতে পারি। আমরা যখন তালাইমারী ফাঁড়ীতে প্রবেশ করি। তখন আসামীর পক্ষের অনেক লোকজন ফাঁড়ির ভেতরে ও বাইরে অবস্থান করছিলো। ফাঁড়িতে প্রবেশ করে দেখি জানালার গ্রিলের সাথে আঘাতকারী নবাবকে আটকানো। ঘটনার বিষয়ে জানার চেষ্টা করতেই দূর্বৃত্ত আরিফ আমাদের পরিচয় জানতে চায়। পরিচয় বলার পর সে বলে আমাদের এলাকায় সংবাদ করতে আসলে হাত পা ভেঙ্গে দেব। পরে সেখান থেকে তারা চলে আসেন।

জানতে চাইলে তালাইমারী ফাঁড়ির ইনচার্জ (আইসি) প্লাবন জানান, ফাঁড়িতে ঢুকে হুমকি! কোন ভাবেই ক্ষমা করা হবে না। তাকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply