চুয়াডাঙ্গা থেকে প্রায় ৫ কোটি টাকার সোনা উদ্ধার

চুয়াডাঙ্গা থেকে প্রায় ৫ কোটি টাকার সোনা উদ্ধার

চুয়াডাঙ্গা থেকে প্রায় ৫ কোটি টাকার সোনা উদ্ধার
চুয়াডাঙ্গা থেকে প্রায় ৫ কোটি টাকার সোনা উদ্ধার

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার করেছে যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। উপজেলার পাথিলা গ্রামের ঈদগাহ এলাকা থেকে এই সোনা উদ্ধার হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে জীবননগর পাথিলা ঈদগাহ এলাকা থেকে এই সোনা উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক মাসুদ পারভেজ স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে জানান, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সোনা পাচার বিষয়ে জিরো টলারেন্স ঘোষণার পর থেকে বিজিবি মহাপরিচালক এবং রিজিয়ন কমান্ডারের নির্দেশনা মোতাবেক সীমান্তগুলো অধিক সতর্ক রয়েছে।

তারই ধারাবাহিকতায় ২৩ আগস্ট সন্ধ্যার আগে বিজিবি গোপন সংবাদের প্রেক্ষিতে জানতে পারেন পাথিলা এলাকা থেকে ভারতীয় সীমান্তে সোনা পাচার হবে। বিজিবি উক্ত এলাকায় ওঁৎ পেতে থাকে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে টহলদল একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে চালকের কোমর থেকে একটি ব্যাগ উদ্ধার করে। এসময় মোটরসাইকেল নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।

পরে ব্যাগ থেকে ১৫টি সোনার বার এবং ২টি গলানো সোনার বার উদ্ধার হয়। যার ওজন ৫ কেজি ৪৭৮.৯৭ গ্রাম সোনা আনুমানিক মূল্য ৪ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে মামলা দায়ের এবং স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply