রান্না নিয়ে ব্যস্ত মা, দোলনার দড়িতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

রান্না নিয়ে ব্যস্ত মা, দোলনার দড়িতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

রান্না নিয়ে ব্যস্ত মা, দোলনার দড়িতে ফাঁস লেগে শিশুর মৃত্যু
রান্না নিয়ে ব্যস্ত মা, দোলনার দড়িতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের রাউজানে দোলনার দড়িতে ফাঁস লেগে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৮টায় নগরীর এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত মো. রাকিব রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের সুজার বাড়ির মো. আলমগীরের ছেলে।

স্থানীয় গ্রাম পুলিশ ইমরান হোসেন বাপ্পী জানান, দুপুর ১২টার দিকে ছেলেটি মা রান্না করে কাজ করছিলেন। এ সময় শিশু রাকিব তার দুই বছর বয়সী ছোট ভাইয়ের সঙ্গে খেলছিলেন। একপর্যায়ে দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে শিশু রাকিব মাটিতে পড়ে যায়। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। শব্দ শুনে শিশুটির মা ছুড়ে এসে এ অবস্থা দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে টাকা না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে খালি না থাকায় তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, রাকিবের দাদী মৃত্যুর একমাসের মধ্যে আর্থিক অক্ষমতার কারণে যথাযথ চিকিৎসার অভাবে সন্তানের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ বাবা আলমগীর।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, শিশুটি মঙ্গলবার দুপুর ১২টার দিকে গলায় ফাঁস লেগে আহত হলে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গরীব পরিবারটির আর্থিক সামর্থ না থাকায় আইসিউতে রাখা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার রাত শিশুটির মৃত্যু হয়।

রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, এই ঘটনা সম্পর্কে এখন কিছু জানি না। খবর নিচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply