২ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

২ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

২ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
২ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাসও দিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ বুধবার সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এ দিন খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বৃহ্স্পতিবার খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

আর আগামী শুক্রবার সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ কিছুটা শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড কর হয়েছে।

গতকাল মঙ্গলবচার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply