শিরোনাম :
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, কোন রাজ্যে কী প্রভাব? বাংলায় কেমন থাকবে আবহাওয়া? শুধু দামি প্রসাধনী নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে খেতে হবে এক ধরনের চা, কী ভাবে বানাবেন? অভিনয় করেই ক্ষান্ত নন শাহরুখ-কন্যা, আত্মপ্রকাশের আগেই সুহানার মুকুটে জুড়ল নতুন পালক! ভয়ঙ্কর সৌরঝড় আঘাত হানতে চলেছে! বিশ্ব জুড়ে শঙ্কা ইন্টারনেট যোগাযোগ ভেঙে পড়ার কিসের জোরে হোয়াইট হাউসে ‘নজরদারি’ উত্তর কোরিয়ার? কেনই বা আমেরিকা বলছে আজগুবি দাবি? টাক পড়ছে? রোজকার কোন অভ্যাসে বদল আনলে চুল পড়ার সমস্যা কমবে? হেনস্থার শিকার পাকিস্তান, অস্ট্রেলিয়ায় গিয়ে মাল বইতে হল বাবরদের, কেন? ৭০ বছরে যমজ সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, জীবন সায়াহ্নে পৌঁছে মা হওয়ার স্বপ্নপূরণ পাকিস্তানেই নাকি খুঁজে পেয়েছেন প্রেমিকা, সে দেশের জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেম করছেন বাদশা! মুম্বই বিমানবন্দরে শাহরুখকে আটকে দিল পুলিশ, অভিনেতাকে দেখে কী কাণ্ড করলেন নিরাপত্তারক্ষী?
স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাটের দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাটের দায়ে স্বামীর যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব বর্ধ স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাটের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। এছাড়াও খুনের জন্য ১০ হাজার টাকা এবং প্রমাণ লোপাটের জন্য আরও ৩ হাজার টাকা অভিযুক্তকে জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও ১ বছর সাজা খাটতে হবে সাজাপ্রাপ্তকে। বৃহস্পতিবার আদালত তাকে এই সাজা ঘোষণা করলে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করে অভিযুক্ত ভগীরথ হেমব্রম।

মেমারি থানার আমাদপুরে বাড়ি ভগীরথের। জারগ্রাম পঞ্চায়েতের কর্মী সে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলেও জানায় অভিযুক্ত। তার আইনজীবী রামগোপাল মজুমদার বলেন, ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী নেই। রায়ে বিস্তর অসঙ্গতি রয়েছে। এই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হবে।

তদন্তে নেমে বেশ কয়েকবার ভগীরথকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কথায় বিস্তর অসঙ্গতি পায় পুলিশ। ঘটনাস্থলের বাসিন্দাদের সঙ্গেও কথা বলে পুলিশ। কেউই ঘটনার দিন কারও চিৎকার শুনতে পাওয়ার কথা জানাননি পুলিশকে। এরই মধ্যে মুংলির চপ্পল ঘটনাস্থলের কিছুটা দূর থেকে উদ্ধার হয়। সেখান থেকে পুলিশ ৪টি রক্তমাখা আধলা ইট ও একটি ব্লেড উদ্ধার করে। ব্লেডেও রক্তের দাগ ছিল।

ভগীরথের ক্ষতচিহ্নটি ব্লেডের বলে সন্দেহ হয় পুলিশের। পুলিশ এ ব্যাপারে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিশেষজ্ঞের সাহায্য নেয়। ভগীরথকে পরীক্ষা করে ক্ষত নিজের তৈরি করা বলে মত দেন ফরেন্সিক বিশেষজ্ঞ। এরপরই ১৭ অক্টোবর সকালে বাড়ি থেকে পুলিশ ভগীরথকে গ্রেফতার করে। তাকে হেফাজতে নেয়। জেরায় সে স্ত্রীকে খুনের কথা কবুল করে। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ সরকার ঘটনার দিন এক সাইকেল আরোহীকে রক্তমাখা জামা পড়ে যেতে দেখেছেন বলে পুলিশের কাছে জানান। এরপরই পুলিস খুনে ভগীরথের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়। সেই বছরেরই ১৮ ডিসেম্বর জামিন পায় ভগীরথ। তদন্ত সম্পূর্ণ করে ২০১৬ সালের ৩১ জানুয়ারি খুন (৩০২আইপিসি) ও প্রমাণ লোপাট (২০১আইপিসি) ধারায় চার্জশিট পেশ করে পুলিশ।

মতিহার বার্তা ডট কম  ৩১ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply