মতিহার বার্তা ডেস্ক : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই অক্লান্ত পরিশ্রম করে চলছে সরকার। এবং এই পরিশ্রমের ফল পাচ্ছে জনসাধারণ। দেশের প্রতিটি খাতেই পরেছে উন্নয়নের ছোঁয়া। যার একটি অংশ হচ্ছে শিক্ষাখাত। এই ধারা অব্যাহত রাখার কথা বলে শিক্ষা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘শিক্ষাবিহীন জাতি কখনোই উন্নতি করতে পারে না। তাই শিক্ষায় যে দেশ যত বেশি অগ্রগামী, সে দেশ ততো বেশি সমৃদ্ধশালী।’ রবিবার (২৩জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-ফাইভপ্রাপ্ত অস্বচ্ছল ছাত্রছাত্রীদের অনুদানের চেক বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেকটা এগিয়ে নিতে চেষ্টা করছেন। প্রকৃত পক্ষে বর্তমান সরকার নানাভাবেই দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নের সঙ্গে প্রতিটি নাগরিকের শিক্ষা নিশ্চিত করছে।’
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জের প্রতিটি স্কুল-কলেজ, মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ হয়েছে। স্থাপিত হয়েছে কম্পিউটার ল্যাব। বঙ্গবন্ধুর কন্যা শিক্ষিত প্রধানমন্ত্রী বলে শিক্ষা খাতে এত উন্নয়ন করতে পারছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
মতিহার বার্তা ডট কম – ২৫ জুন, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.