নিজস্ব প্রতিবেদক : আষাঢ় মাস যেন রাজশাহীতে ফাকি দিচ্ছিল। দেখা মেলেনি সেভাবে। মাসের শুরুতে দু’দিন বৃষ্টি হয় হালকাভাবে। মানুষ মনে করেছিল, হয়তো এ বৃষ্টির মাধ্যমে ঠান্ডা হবে রাজশাহীর আবহাওয়া।
কিন্তু একটুও পরিবর্তন হয়নি। আগের মতোই প্রচন্ড তাপদাহ আর ভ্যাপসা গরম অনুভূত হয়। এ গরমে অস্বস্তি আর অতিষ্ঠ হয়ে পড়েছিল মানুষ।
অবশেষে বুধবার বিকালে নামলো স্বস্তির বৃষ্টি। মানুষ স্বস্তি অনুভব করে এ বৃষ্টিতে। মুষলধারে বৃষ্টি চলে ২০ মিনিটের বেশি।
বুধবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। সকালে কিছুটা ঠান্ডা ছিল আবহাওয়া। বেলা বাড়ার সাথে সাথে তাপ বাড়তে থাকে। আবার দুপুর তিনটার দিক থেকে আকাশ মেঘলা হয়। সাড়ে চারটা থেকে আকাশে প্রচুর মেঘ জমে।
অবশেষে বিকাল ৫ টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি চলে ২০ মিনিটের বেশি। এ বৃষ্টি স্বস্তি এনে দেয় জনজীবনে। বছরজুড়েই এবার রাজশাহীতে প্রচন্ড তাপদাহ চলছে।
সবকিছুই যেন হার মানছে এর কাছে। এবার রাজশাহীতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
মতিহার বার্তা ডট কম-২৬ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.