রুয়েট ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ আবিরের বহিস্কার আদেশ প্রত্যাহার

রুয়েট ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ আবিরের বহিস্কার আদেশ প্রত্যাহার

রুয়েট প্রতিনিধি : রুয়েট ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ আবিরের বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

আজ বুধবার (২৬ জুন) এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়। এর আগে গত (১৪ মে ২০১৭) সালে (রুয়েট) শহীদ লে: সেলিম হলের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি অবহেলা আর অযত্নে পড়ে থাকতে দেখে ছাত্রনেতা আবির এ ঘটনার প্রতিবাদ করেন। এরই এক পর্যায়ে অফিস সহকারীর সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই অফিস সহকারী জামায়াত-বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। যাহা রুয়েট ক্যাম্পাসের দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থা, সিটিএসবি, এনএসআইকে অবহিত করেন ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ আবির।

এ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রি মহল আবিরের বিপক্ষে গিয়ে আবিরকে কার্যনির্বাহী কমিটি থেকে বহিস্কার করাতে মিথ্যা তথ্য সরবারহ করে।

অবশেষে সত্য জেনে যাচাই বাছাই শেষে তানভীর আহমেদ আবিরের বহিস্কার আদেশ প্রত্যাহার করেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

মতিহার বার্তা ডট কম  ২৬ জুন ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply