রাজশাহীতে স্যনিটারি ন্যাপকিনের ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে স্যনিটারি ন্যাপকিনের ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বাজেটে স্যানিটারি ন্যাপকিনে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ জুন) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘ষষ্ঠ ইন্দ্রিয়’-এর উদ্যোগে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধটি অনুষ্টিত হয়।

এসময় বক্তরা বলেন, লিঙ্গসমতা জাতিসংঘঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি।কিন্তু মাসিক চলাকালে অব্যবস্থাপনা নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অনেকটা পিছিয়ে রাখে, যা ক্ষমতায়নে প্রভাব ফেলছে। তাই সমস্যা উত্তরণে সরকারকে এগিয়ে আসতে হবে।

মানববন্ধনে ‘স্যানিটারি ন্যাপকিনে ভর্তুকি দিতে হবে’, ‘পিরিয়ডের ট্যাবু ভাঙতে হবে’, ‘প্যাডের ভ্যাট মওকুফ করা নারীর ওপর করুণা নয়’সহ নানা শ্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ‘ষষ্ঠ ইন্দ্রিয়’-র সভাপতি নওরিন আমিনা ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিন।

মতিহার বার্তা ডট কম-২৮ জুন ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply