নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে আট হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার রসুলপুর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চরপাঁকা এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. মনিরুল ইসলাম (৩৬) ও একই এলাকার মো. আফজাল হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (২০)।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার রাতে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রসুলপুর মোড় এলাকায় অভিযান চালায়। এর আগে, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে- এমন গোপন সংবাদ পায় র্যাব। অভিযানে ৮ হাজার ৪১৭ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।
মতিহার বার্তা ডট কম-২৮ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.